এবার চলে এলেন মোহাম্মদ আমির

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৭, ১৮:২৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৭, ১৯:০৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

এই মুহূর্তে বিশ্বের এক নম্বর পেসার কে? মিচেল স্টার্ক, অ্যান্ডারসন নাকি মোহাম্মদ আমির? বিষয়টা নিয়ে বিতর্ক হতে পারে। তবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির যে বিশ্বের সেরা তিন পেসারের একজন হবে সেটা বলেই দেয়া যায়। এবার বিপিএল কাঁপাতে ঢাকায় শনিবার চলে এসেছেন পাকিস্তানি এ নামকরা ফাস্ট বোলার।

তিনি যোগ দিয়েছেন ঢাকা ডায়নামাইটসে। দলটিতে এমনিতেই তারকায় সমৃদ্ধ। মোহাম্মদ আমির যোগ দেওয়ায় ঢাকার শক্তি বেড়ে গেল অনেকটাই।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে শনিবার সকালে ঢাকায় আসেন তিন পাকিস্তানি শোয়েব মালিক, ফখর জামান ও হাসান আলী।

মোহাম্মদ আমিরের দল ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাচ্ছেন অপর পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। আফ্রিদি-আমিরে ঢাকা হয়ে উঠবে আরো শক্তিশালী, এমনটাই আশা করছে টিম ম্যানেজমেন্ট।

বিপিএলে আমির নতুন নয়। গতবারও খেলে গেছেন তিনি। গতবার তিনি ছিলেন চট্টগ্রাম ভাইকিংসে। এবার দল বদল করে ঢাকা ডায়নামাইটসে নাম লেখান এ গতির রাজা।

 (ঢাকাটাইমস/১৮নভেম্বর/ডিএইচ)