সিলেটে টিলা কাটায় দুই লাখ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ১৮:৪০

সিলেটের সদর উপজেলার খাদিমপাড়ায় অবৈধভাবে টিলা কাটার দায়ে মখলিছুর রহমান মখলিছ নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ায় একটি টিলা কাটার সময় এ জরিমাণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা ঢাকাটাইমসকে জানান, দলইপাড়া এলাকার মখলিছুর রহমান মখলিছ একটি টিলা কাটছেন- এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে টিলা কাটার সময় মখলিছকে আটক করেন। এসময় একটি ট্রাক্টরও জব্দ করা হয়।

পরে অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মখলিছুরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সিরাজাম মুনিরা বলেন, অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :