ম্যাককালাম-গেইলদের লক্ষ্য ১৫৪

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৭, ১৯:৫৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৭, ২০:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

রংপুর রাইডার্সের মতো তারাভরা দলের জন্য ১৫৪ রানের লক্ষ্যমাত্রা খুব একটা বড় কিছু নয়। তবে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানসে যখন রশিদ খান, হাসান আলীর মতো সেরা বোলার আছেন তখন দু’বার ভাবতে হবে গেইল-ম্যাককালামদের।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় কুমিল্লার। নেমেই নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকাতে থাকেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু আশা জাগিয়ে ফিরে যান তামিম। ১৯ বলে ৪টি চারের সাহায্যে ২১ রান এসেছে তামিমের ব্যাট থেকে। 

এরপর ইমরুল-লিটন দলের হাল ধরার চেষ্টা করেন। ব্যক্তিগত ১১ রান করে লিটন বিদায় নিলে সে চেষ্টাও নিঃশেষ হয়ে যায়। মিডল অর্ডারে ব্যাট করতে নামা জস বাটলার রানের খাতা খুলেই সাজঘরে ফিরে যান। তবে মারলন স্যামুয়েলস-ইমরুল কায়েস মিলে কুমিল্লার রানের চাকা সচল রাখেন। 

৪১ রান করে আউট হয়েছেন স্যামুয়েলস। ইমরুল উপহার দেন ৪৭ রানের ইনিংস। শেষদিকে ১ চার ১ ছয়ে ১৬ রান যোগ করেন সাইফুদ্দিন। রংপুরের হয়ে ২টি করে উইকেট শিকার করছেন মাশরাফি এবং পেরেরা। খালি হাতে ফেরেননি রুবেল।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/জেইউএম)