পুলিশ কর্মকর্তা ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বাবার

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২১:১৬ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ২০:৪৮

ঢাকায় কর্মরত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক শহিদুল ইসলামের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা। ছেলের বিরুদ্ধে থানায় একটি মামলাও করেছেন।

আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানান বাবা আ. মালেক।

শনিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মালেক বলেন, ‘বড় ছেলে শহিদুল ইসলাম ও ছোট ছেলে আ. রশিদের নামে আমার দোকান ও জমি লিখে না দেওয়ায় তারা প্রায়ই আমাকে নির্যাতন করে। মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেছি। আদালত দুই ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেছে। মামলা করেও আমি জীবন নিয়ে শঙ্কিত।’

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আদালত বিচার করবে।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই।’

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :