খেলার মাঠে দেয়াল ধসে যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ২২:২৪

মাঠে ক্রিকেট খেলছিল শিশু-কিশোররা। আর পাশের দেয়ালের ওপর বসে খেলা উপভোগ করছিল কিছু দর্শক। হঠাৎ সেই দেয়াল ধসে চাপা পড়ে নিহত হন এক যুবক। আহত হন আরও দুইজন।

চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড এলাকার বালুর মাঠে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ ইসহাক। তিনি পশ্চিম মাদারবাড়ির আবদুল হকের ছেলে।

আর আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদেরকে প্রাথমিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. জোবায়ের।

জোবায়ের বলেন, বালুর মাঠে প্রতিদিনই শিশু-কিশোররা খেলাধূলা করে। আজ শনিবার বিকালেও একদল শিশু-কিশোর খেলছিল। মাঠের পাশের দেয়ালের ওপর বসে অনেকেই খেলা উপভোগ করছিল। এসময় দেয়ালটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ইসহাক নামের ওই যুবকের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

তিনি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালটি স্থানীয় একটি বাড়ির সীমানা দেয়াল। এটি তেমন শক্ত ছিল না। এটা নিচক একটি দুর্ঘটনা।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :