মধুমতি নদীর ওপর সেতু নির্মাণের দাবি

মো. শাখাওয়াত হোসেন সজল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) থেকে
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ২৩:৩৭

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুরের মধুমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন সৈয়দপুর এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। স্বাধীনতার পর থেকেই এ অবস্থা চলে আসছে। শুধু প্রতিশ্রুতি শুনে শুনে ৪৪ বছর পেরিয়ে গেল।

তারা জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নির্বাচনের সময় সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দিয়ে কেউ তা রাখেননি। বর্তমানে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে প্রায় ৪ টি ইউনিয়নের দশ হাজার লোক চলাচল করছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, সৈয়দপুর বাজারের পাশ দিয়ে বয়ে গেছে মধুমতী নদী। আর এই নদীর ওপর বাঁশের সাঁকো বেঁধে বছরের পর বছর যাতায়াত করছেন ফুলহার, য়ৈদপুর, বাঐখোল, মধুপূর, রাজানগর, তেঘরিয়া, খালপাড়, চিত্রকোর্টসহ ১৫ গ্রামের মানুষ। এই বাঁশের সাঁকো দিয়ে স্কুল, কলেজে ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়তই পা পিছলে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

প্রধানমন্ত্রীর কাছে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন রাজনগর ইউনিয়নবাসী।

সৈয়দপুর বাজারের দোকানদার ইলিয়াস চৌধুরী জানান, বিভিন্ন সময় সাঁকো থেকে পড়ে গিয়ে ঘটছে দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেও প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক সাঁকো থেকে পানিতে পড়ে গিয়ে আহত হন। দুর্ঘটনা থেকে রেহাই পাননি ৬০ বছরের নারী হালিমা বেগম। পা পিছলে নদীতে পড়ে গিয়ে তার পা মচকে যায়।

রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী জানান, এই ব্যাপারে তিনি খুব তৎপর। নিয়মিত ইঞ্জিনিয়ার দের সাথে যোগাযোগ করছেন। ইঞ্জিনিয়াররা পরীক্ষা নীরিক্ষার কাজ শুরু করার ব্যপারে আমাকে আশ^স্ত করেছেন। তবে কবে নাগাদ কাজ শুরু হবে তা নিশিষ্ট করে বলেনি। আমি ইঞ্জিনিয়ারদের বারবার তাগিদ দিয়ে যাচ্ছি।

উপজেলার এলজিইডির ইঞ্জিনিয়ার শোয়াইব আজাদ ঢাকাটাইমসকে জানান, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। আমি ফাইলটি ক্ষতিয়ে দেখে আপনাদের জানাব।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :