তৃণমূলে যোগাযোগ বাড়ানোর নির্দেশ খালেদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৭, ০৯:০৩

নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে দলের ভাইস চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের জনগণ‌কে উজ্জী‌বিত করতে এবং কর্মসূ‌চি সফল কর‌তে সংগঠন‌কে তৃণমূল থে‌কে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঢে‌লে সাজানোর কথা বলেছেন তিনি।

শ‌নিবার রাত সা‌ড়ে নয়টায় চেয়ারপারস‌নের গুলশা‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রায় সোয়া দুই ঘণ্টাব্যাপী চলা এই বৈঠক শেষ হয় রাত পৌ‌নে বা‌রোটায়।

এ সময় ভাইস চেয়ারম্যানরাও দলের চেয়ারপারসনকে সহায়তার আশ্বাস দিয়ে আগামী দিনে দেশব্যাপী সফর করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে খালেদা জিয়া বলেছেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হ‌বে। সেটা যে নামেই হোক। শেখ হা‌সিনার অধী‌নে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না বলে তিনি জানান।

আসন্ন সি‌টি কর‌পো‌রেশন নির্বাচন প্রসঙ্গ তু‌লে খা‌লেদা জিয়া ব‌লেন, নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে সংগঠন‌কে সংগঠিত কর‌তে হ‌বে। নির্বাচ‌নে অংশ নি‌তে প্রয়োজনীয় কৌশল অবলম্বন কর‌তে হ‌বে।

তিনি নেতাদের দেশের সার্বিক আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি, গুম,খুন অপহরণসহ ক্ষমতাসীন‌দের দুর্নীতি, অনিয়ম জনগ‌ণের সাম‌নে তু‌লে ধরার পরামর্শ দেন। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে নেতাদের কথা বলার জন্য বলেন।

বৈঠকে ছিলেন এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এখনই কোনো কর্মসূ‌চি দেয়ার সম্ভাবনা নেই। তবে খুব শিগগির সাংগঠ‌নিক সফর কর‌তে পারেন খা‌লেদা জিয়া। বৈঠকে সেই পরামর্শ দেয়া হলেও দলের অন্যান্য‌ শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ আ‌লোচনা করে চূড়ান্ত করা হবে।

বৈঠকের শুরুতে খা‌লেদা জিয়া‌র কক্সবাজা‌রের রো‌হিঙ্গা শরণার্থী ক্যাম্প প‌রিদর্শন এবং বিপ্লব ও সংহ‌তি দিবসের জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে উজ্জী‌বিত করে‌ছেন উল্লেখ করে ভাইস চেয়ারম্যানরা তাকে ধন্যবাদ জানান।

বৈঠ‌কে আরও উপ‌স্থিত ছি‌লেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যা‌রিস্টার শাহজাহান ওমর, মেজর (অব) হা‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদ, চৌধুরী কামাল ইব‌নে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব) আলতাব হো‌সেন চৌধুরী, বেগম সে‌লিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ না‌ছির উ‌দ্দিন, অ্যাড‌ভোকেট খন্দকার মাহবুব হো‌সেন, ‌মেজর জেনা‌রেল (অব) মাহমুদুল হাসান, ইনাম আহ‌মেদ চৌধুরী, ব্যা‌রিস্টার আমিনুল হক, অধ্যাপক ডা এ জেড এম জা‌হিদ হো‌সেন, শামসুজ্জামান দুদু, অ্যাড‌ভো‌কেট আহমদ আযম খান, অ্যাড‌ভোকেট জয়নুল আ‌বেদীন, অ্যাড‌ভো‌কেট নিতাই রায় চৌধুরী, গিয়াসউ‌দ্দিন কা‌দের চৌধুরী, শওকত মাহমুদ এবং মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :