দুবাইয়ে বাংলাদেশি শ্রমিককে ‘যৌন নির্যাতন’ মিশরীয় নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:১৮ | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:১৬

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র দুবাইয়ে বাংলাদেশি এক প্রবাসী শ্রমিককে ‘যৌন ও শারীরিক নির্যাতনের’ অভিযোগে মিশরের এক নাগরিকের বিচার শুরু হয়েছে। আজ রবিবার খালিজ টাইমস এ সংবাদ প্রকাশ করে।

আদালতের প্রথম শুনানিতে বলা হয়, গত ২ মে কাজে সহযোগিতার কথা বলে ৩২ বছর বয়সী ঐ বাংলাদেশি শ্রমিককে নির্মাণাধীন একটি বহুতল ভবনের বেজমেন্টে নিয়ে যায় অভিযুক্ত মিশরীয় ফোরম্যান(৬৮)। সেখানে তাকে যৌন হয়রানি করে ঐ মিশরীয় নাগরিক। তবে আদালতে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিশরীয় ফোরম্যান।

আল রাশিদিয়া পুলিশ স্টেশনে মিশরীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করেন ঐ বাংলাদেশি শ্রমিক।

বাংলাদেশি ঐ শ্রমিক জানান, আল গারহাউদ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে।

৫০ বছর বয়সী মিশরীয় এক প্রকৌশলী জানান, সাইটে কিছু সমস্যার কথা তিনি শুনেছেন। বেশ কয়েকজন শ্রমিকের ঐ ফোরম্যানের সঙ্গে বনিবনা হচ্ছিল না।

তিনি আরও বলেন, ‘এরপর আমি একজন শ্রমিকের কাছ থেকে শুনেছি সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রথমে আমি ঘটনাটি বিশ্বাস করিনি। পরে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠায় সে। আমি তখন অভিযুক্তের সঙ্গে কথা বলি। অভিযুক্ত দাবি করে, ঘটনার সময় তিনি স্বাভাবিক ছিলেন না। ব্ল্যাকমেল করার জন্য ঐ শ্রমিক তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।’

আগামী ৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :