সংখ্যালঘুদের বাড়িতে হামলা: বেরোবি শিক্ষক সমিতির মানববন্ধন

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৩১

রংপুরের হরকলি ঠাকুরপাড়া গ্রামে সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেয়ার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সামতি।

রবিবার দুপর ১২টায় শেখ রাসেল চত্বরে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারা সংখ্যালঘুদের ওপর বারবার আক্রমণ করছে- তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসব ন্যাক্কারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না বলেই এসব ঘটনা বারবার ঘটছে বলেও বক্তারা মনে করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ (ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান)।

এছাড়াও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন রিষিণ পরিমল, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী মাজহারুল আনোয়ার, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান শাহীনুর রহমান, সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :