কঙ্গোতে টোল ব্যবস্থাপনার দায়িত্ব পেল ডাটাসফট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৪৬

দেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাটাসফট কঙ্গোর একটি সেতুতে টোল ব্যবস্থাপনার দায়িত্ব পেল। এজন্য সম্প্রতি কঙ্গোর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করে।

প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ডাটাসফট আফ্রিকার অন্যতম বৃহৎ এই দেশে এধরনের চুক্তিতে আবদ্ধ হলো। কঙ্গোর বিখ্যাত ‘মাতাদি সেতু’এই ইন্টারনেট অব থিংকস (আইওটি) ভিত্তিক স্বয়ংক্রিয় টোল ব্যবস্থাপনা প্রযুক্তির আওতাভুক্ত হবে।

এর আগে জুলাই মাসে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একটি প্রতিনিধি ঢাকা সফরে আসেন। সেসময় ডাটাসফট প্রতিনিধি দলকে তাদের আইওটি ভিত্তিক টোল ব্যবস্থাপনা মডেলটির প্রোটোটাইপ প্রদর্শন করে। তারা মডেলটি পছন্দ করেন এবং নিজ দেশে এর বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে। এরই ভিত্তিতে ওই সেতুটিতে স্বয়ংক্রিয় টোল ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে ডাটা সফটকে।

প্রকল্পটির সময়কাল ১৮ মাস। ইতিমধ্যেই স্বয়ংক্রিয় টোল ব্যবস্থাপনার কাজ পুরোদমে শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :