দ্বিতীয় ইনিংসে বদলে গেল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৭, ২১:১৫

দুই ওপেনার শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের ব্যাটিং নৈপুণ্যে কলকাতা টেস্টের চতুর্থদিন এসে ঘুরে দাঁড়ালো ভারত। প্রথম ইনিংসে ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ১৭১ রান তুলেছে ভারত। ফলে ৯ উইকেট হাতে নিয়ে ৪৯ রানের লিড স্বাগতিকদের। ধাওয়ান ৯৪ রানে ফিরলেও, ৭৩ রানে অপরাজিত আছেন রাহুল। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছিলো টিম ইন্ডিয়া। জবাবে ২৯৪ রান করে প্রথম ইনিংস থেকে বড় লিড পায় শ্রীলংকা।

টেস্টের প্রথম দু’দিন বৃষ্টির দাপটের সাথে জ্বলে উঠেছিলো শ্রীলংকার বোলাররা। তৃতীয় দিন ভারতকে প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে দেয় শ্রীলংকার বোলাররা। টেল-এন্ডারদের দৃঢ়তায় ১৭২ রান করতে পারে স্বাগতিকরা। ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর টেল-এন্ডার পাঁচ ব্যাটসম্যান ৯৩ রান যোগ করেন।

ভারতের ১৭২ রানের জবাবে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের ৫২ ও লাহিরু থিরিমান্নের ৫১ রানের কল্যাণে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬৫ রান করেছিলো শ্রীলংকা। এসময় ৭ রানে পিছিয়ে ছিলো লংকানরা। অধিনায়ক দিনেশ চান্ডিমাল ১৩ ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ১৪ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন চান্ডিমাল ও ডিকবেলা বড় ইনিংস খেলতে পারেননি। ভারতের পেসার মোহাম্মদ সামির বলে আউট হন তারা। ডিকবেলা ৩৫ ও চান্ডিমাল ২৮ রান করে ফিরেন। স্বীকৃত ব্যাটসম্যানদের হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে শ্রীলংকা। কিন্তু সেটি হতে দেননি বর্ষীয়ান খেলোয়াড় রঙ্গনা হেরাথ। নয় নম্বরে ব্যাট হাতে নেমে এক প্রান্ত আগলে ভারতীয় বোলারদের বিপক্ষে বুক উঁচিয়ে লড়াই করেন হেরাথ। তাই শ্রীলংকার রান আড়াইশ’ পেরিয়ে তিনশ’র দিকেই নিয়ে যাচ্ছিলেন হেরাথ।

এর মাঝে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ৮৬ টেস্টের ১৩১তম ইনিংসে শেষ পর্যন্ত ৬৭ রানে থেমে যান হেরাথ। তার ১০৫ বলের ইনিংসে ৯টি চার ছিলো। হেরাথের বিদায়ের পর আর মাত্র ৪ রান যোগ করে ২৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ভারতের ভুবেনশ্বর কুমার-মোহাম্মদ সামি ৪টি করে উইকেট নেন। এছাড়া উমেশ যাদব ২টি উইকেট নেন।

প্রথম ইনিংসে ব্যর্থতায় ১২২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তাই ইনিংসের শুরু থেকেই সর্তক ভারতের দু’ওপেনার রাহুল ও ধাওয়ান। উইকেটে সেট হয়ে দলকে উদ্বোধনী জুটিতে ১৬৬ রান এনে দেন তারা। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে নার্ভাস নাইনটিতে থামেন ধাওয়ান। ১১টি চার ও ২টি ছক্কায় ১১৬ বলে ব্যক্তিগত ৯৪ রানে থেমে যান ধাওয়ান। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে দিনের বাকী সময় ভালোভাবে শেষ করেন রাহুল। ১১৩ বলে ৭৩ রানে রাহুল ও ২ রানে অপরাজিত আছেন পূজারা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ৫৯.৩ ওভারে ১৭২ (আগের দিন ৭৪/৫) (রাহুল ০, ধাওয়ান ৮, পুজারা ৫২, কোহলি ০, রাহানে ৪, অশ্বিন ৪, ঋদ্ধিমান ২৯, জাদেজা ২২, ভুবনেশ্বর ১৩, শামি ২৪, উমেশ ৬*; লাকমল ৪/২৬, গামাগে ২/৫৯, শানাকা ২/৩৬, করুনারত্নে ০/১৭, হেরাথ ০/৫, দিলরুয়ান ২/১৯)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৯৪ (আগের দিন ১৬৫/৪) (সামারাবিক্রমা ২৩, করুনারত্নে ৮, থিরিমান্নে ৫১, ম্যাথিউস ৫২, চান্দিমাল ২৮, ডিকভেলা ৩৫, শানাকা ০, দিলরুয়ান ৫, হেরাথ ৬৭, লাকমল ১৬, গামাগে ০*; ভুবনেশ্বর ৪/৮৮, শামি ৪/১০০, উমেশ ২/৭৯, অশ্বিন ০/১৩, কোহলি ০/৫, জাদেজা ০/১)

ভারত ২য় ইনিংস: ৩৯.৩ ওভারে ১৭১/১ (রাহুল ৭৩*, ধাওয়ান ৯৪, পুজারা ২*, লাকমল ০/২৯, গামাগে ০/৪৭, শানাকা ১/২৯, দিলরুয়ান ০/৪১, হেরাথ ০/২৫)।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :