‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হলে লেবনান বিজয়ী হবে’

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৭, ২১:২১ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ২১:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হলে লেবানন বিজয়ী হবে। আজ রবিবার রুশ টিভি চ্যানেল আরটি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, লেবানন যেকোনো হুমকি মোকাবিলার ক্ষমতা রাখে। লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জয়ের বিষয়ে নিশ্চিত। একইসঙ্গে লেবানন সব সময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘যুদ্ধের জন্য ইসরায়েলকে উসকে দেয়া উচিত বলে আমরা মনে করি না। আমরা বিজয়ী হব জেনেও ইসরায়েলকে যুদ্ধ থেকে বিরত রাখতে চাই।’

২০০০ ও ২০০৬ সালে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা শুরু করলেও শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। হিজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরায়েলের পরাজয় ঘটে। তবে কিছু দিন ধরে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।

এর আগে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহও বলেছেন, ইসরায়েল পুনরায় হামলা চালালে এর জবাব হবে অতীতের চেয়েও ভয়াবহ।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসআই)