পাকিস্তানকে তছনছ করে চ্যাম্পিয়ন আফগানিস্তান

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৭, ২১:৫২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আফগানিস্তানের কাছে চূর্ণ হলো পাকিস্তান। মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ১৮৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আফগানিস্তান। টুর্নামেন্টে মোট ২০ উইকেট পেয়ে সেরা খেলোয়াড় হয়েছেন আফগানিস্তানের মুজিব।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অনূর্ধ্ব-১৯ আফগান দল। নির্ধারিত ৫০ ওভারে আফগান যুবারা সংগ্রহ করে ২৪৮ রান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন উইকেটরক্ষক ইকরাম ফাইজি। তাকেই ম্যাচসেরা ঘোষণা করা হয়।

২৪৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষমেশ মাত্র ২২.১ ওভারে ৬৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মুহাম্মদ ত্বহা। বল হাতে আফগানদের পক্ষে মাত্র ১৩ রানে ৫ উইকেট তুলে নিয়ে একাই পাকিস্তানের ইনিংস ধসিয়ে দেন মুজিব জাদরান।

লিগেও ধারাবাহিকভাবে ভালো খেলেছে আফগানিস্তান। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ফাইনালে উঠে দলটি। আফগানিস্তানের গ্রুপে ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। অন্য গ্রুপে ছিল ভারত, নেপাল, বাংলাদেশ ও মালয়েশিয়া।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেইউএম)