যৌতুকের দাবিতে গৃহবধূকে ছ্যাকা দেয়ার অভিযোগ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৭, ২১:৫৯

ব্যুরো প্রধান, খুলনা

খুলনা নগরীর দৌলতপুর দেয়ানা এলাকায় যৌতুকের দাবিতে শারমিন ইসলাম নামে এক গৃহবধূকে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি করা হয়েছে।

আহত শারমিনের স্বজনরা রবিবার সাংবাদিকদের জানান, দৌলতপুর দেয়ানা বাউন্ডারী রোড এলাকার খয়বার শেখের ছেলে মিলন শেখের স্ত্রী শারমিন। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত শুক্রবার রাতে শারমিনকে যৌতুকের দাবিতে তার শ্বশুর বাড়ির লোকজন মারপিটসহ গরম খুন্তি দিয়ে দুই হাতে ছ্যাকা দিয়ে পুড়িয়ে দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে স্বজনদের খবর দেয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি করা হয়।

গৃহবধূ শারমিনের দুই হাতের বেশকিছু অংশ পুড়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তারা।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)