বান্দরবানে পাথর উত্তোলনে নয়জনের দণ্ড

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৭, ২২:১১

বান্দরবানের রুমায় ঝিরি থেকে প্রাকৃতিক পাথর উত্তোলনের দায়ে নয়জন শ্রমিককে আটক করা হয়েছে। আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকাল তিনটায় উপজেলার ২নম্বর রুমা সদর ইউনিয়নের রুমাখাল এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের আটক করে এ সাজা দেয়া হয়।

আটকরা হলেন- শ্রমিকদের দলনেতা (মাঝি) লেদু মিয়া এবং শ্রমিক হারুনুর রশীদ, মোহাম্মদ আজিজ, শাহেদ, মূছা, মজিবুর রহমান, মাইন উদ্দিন, আব্দুল মান্নান, শেখ উদ্দিন।

আটকের পর ভ্রাম্যমাণ আদালত শ্রমিকদের দলনেতা লেদু মিয়াকে তিন মাসের কারাদণ্ড এবং অন্যদের ১৫ দিন করে সাজা দেয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান জানান, রুমায় পরিবেশ ধংস করে ঝিরি, খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিভিন্ন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে নয়জন শ্রমিককে আটক করা হয়েছে। আটক শ্রমিকদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। পাথর উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :