ডিআইজি অফিস ঘেরাওয়ের হুমকি ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগের

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৭, ২২:৩৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ২২:৪৪

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

সোমবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলসহ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন। জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মাসুমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি দেন তিনি।

রবিবার রাত ৮টায় তিনি ঢাকাটাইমসকে জানান, মাসুমের ওপর হামলাকারীরা এখনো পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে। এমনকি উল্টো আহত মাসুমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে আমরা ডিআইজি অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছি।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ময়মনসিংহ মহানগর যুবলীগের একাংশের নেতাকর্মীদের দায়ের কোপে মারাত্মক আহত হন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ মাসুম। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)