হোন্ডার নতুন স্পোর্টস বাইক

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১১:১৯

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

নতুন একটি স্পোর্টস বাইক আনলো হোন্ডা। বাইকটির মডেল সিবি৩০০আর। এটি হোন্ডার স্ট্রিট ফাইটার ভার্সন। 

চমকপ্রদ এই বাইকটি নিও-রেট্রো ডিজাইনে তৈরি। স্টিল ফ্রেমের কাঠামোতে ২৮৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বাইকটিতে। 
এটি লিকুইড কুলড ইঞ্জিন। ইঞ্জিন ক্ষমতা ৩১ বিএইচপি @ ৮৫০০ আরপিএম। টর্ক ২৭.৫ এনএম। বাইকটিতে সিক্স স্পিড গিয়ার ট্রান্সমিশন রয়েছে। 

হোন্ডা সিবি৩০০ আর বাইকটিতে ৪১ মিলিমিটারের ইনর্ভাটেড ফর্কস এবং প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশর্ক রয়েছে। টিউব লেস টায়ারের উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। 

সুপারবাইকের মতই এতে আইএমইউ ফিচার রয়েছে। এতে ডুয়েল চ্যানেল এবিএস আছে। 

বাইকটির হেডলাইট এলইডি। এতে এলসিডি ইনস্ট্রুমেন্ট কনসোল ডিসপ্লে প্যানেল যুক্ত স্পিডোমিটার সংযোজন করা হয়েছে।

বাইকটি অবমুক্ত করা হলেও এখনটি এটি বাজারে পাওয়া যাবে। এটি কিনতে হলে ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন বছরের শুরুতেই বাজারে মিলবে বাইকটি।  

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)