স্যামসাংয়ের নতুন দুই ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১২:১০

নতুন দুই ফোন আনতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এগুলো হলো-গ্যালাক্সি জে টু প্রো ২০১৮ এডিশন এবং গ্যালাক্সি জে ফাইভ প্রাইম ২০১৭ এডিশন।

সম্প্রতি এই ফোন দুইটি গিকবেঞ্চ এবং জিএফএক্সবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে।

গ্যালাক্সি জে২ প্রো ২০১৮ এডিশনের ফোনটির মডেল নম্বর এসএম-জে২৫০এফ। এই ফোনটিতে আছে ১.৪ গিগাহার্জের ৪৩০ কোয়াডকোর প্রসেসর। ফোনটিতে ২ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে।

অন্যদিকে গ্যালাক্সি জে ফাইভ প্রাইম ২০১৭ এডিশনের মডেল নম্বর এসএম-জি৫৭১। এতে আছে ১.৪ গিগাহার্জের এক্সিনোস ৭৫৭০ কোয়াড কোর প্রসেসর। এতে ৪.৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

৩ জিবি র‌্যামের এই ফোনটিতে ৩২ জিবি স্টোরেজ রয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

ফোন দুইটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :