লক্ষ্মীপুরে জামায়াতের পাঁচ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১২:৫৩
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর পৌর শহরের সভাপতি আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল ও উপজেলা শাখার সুরা সদস্য আবুল কাশেম। বাকি দুজনের নামপরিচয় জানা না গেলেও তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানান, রায়পুরের সোনাপুর এলাকায় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতারা গোপন বৈঠক করছিল এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় রাস্তায় গাছ কাটা ও নাশকতা অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :