স্যামসাংয়ের পরবর্তী ফ্লাগশিপ ফোন ‘এস নাইন’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১৪:২২

গ্যালাক্সি এস নাইন হবে স্যামসাংয়ের পরবর্তী ফ্লাগশিপ ফোন। ২০১৮ সালে এই ফোনটি বাজারে আসবে। সম্প্রতি গিকবেঞ্জে এই ফোনটির হদিস মিলেছে।

স্যামসাং এস নাইন এবং এস নাইন প্লাস নামে দুইটি ফোন বাজারে ছাড়বে। এমনটাই জানিয়েছে স্যাম মোবাইল। এক প্রতিবেদনে ওয়েবসাইটি জানায়, গ্যালাক্সি এস নাইনের মডেল নম্বর এসএম-জি৯৬০। এসএম-জি৯৬৫ মডেল নামে তৈরি হচ্ছে এস নাইন প্লাস।

গিকবেঞ্চে গ্যালাক্সি এস নাইনের স্কোর ২৬৮০। অ্যানড্রয়েড অরিও ৮.০ অপারেটিং সিস্টেমে ফোনটি পরিচালিত হবে। এতে থাকছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর এক্সিনোস ৯৮১০ অক্টাকোর। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরেও ফোনটি পাওয়া যাবে।

এস নাইন সিরিজের ফোন দুইটি হবে ইনফিনিটি ডিসপ্লে ডিজাইনে তৈরি। মিনিমাল বেজেলের এই ফোনটির ডিসপ্লের রেশিও হবে ১৮:৯। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :