সিরিয়ার সামরিক অবস্থানে ইসরায়েলের হামলা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১৪:২৮ | আপডেট: ২০ নভেম্বর ২০১৭, ১৪:২৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গোলান মালভূমিতে সিরিয়ার একটি সামরিক অবস্থানে ইসরায়েলের সেনারা ট্যাংকের গোলা নিক্ষেপ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা এই ধরনের হামলা চালালো ইসরায়েল।

ইসরায়েলের সেনারা এক বিবৃতির মাধ্যমে গোলা নিক্ষেপের ঘটনা নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, সিরিয়ার সেনাদের সামরিক চৌকি নির্মাণের জবাবে গোলাবর্ষণ করা হয়েছে।

ইসরায়েল আরো দাবি করছে, এ ধরনের নির্মাণ কাজ ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন।

এর আগে, গতকাল ইসরায়েলি সেনারা গোলান মালভূমির দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত হাদের এলাকায় ট্যাংকের গোলা নিক্ষেপ করে। এ ঘটনার পরও একই ধরনের বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েল প্রায়ই গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালায় এবং অনেক সময় দাবি করে- সিরীয় সেনাদের হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে সিরিয়া বলে আসছে, উগ্র সন্ত্রাসীদের সহায়তার জন্য ইসরায়েলি সেনারা এসব হামলা চালায়।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এসআই)