কোচের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের বিরোধ ছিল না: রিয়াদ

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১৫:৩০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে পদত্যাগ করেছেন চণ্ডিকা হাতুরুসিংহে। মিডিয়ার খবর এমনই। কোচের পদত্যাগ নিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যা বলেছেন তার সারমর্মও অনেকটা তাই। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বনিবনা না হওয়া ও মিডিয়ার সমালোচনাকে এ জন্য পরোক্ষভাবে দায়ী করেছেন বোর্ড প্রেসিডেন্ট।

কিন্তু জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদ উল্লাহ রিয়াদের দাবি, সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে পদত্যাগী কোচের বরং ভালো সম্পর্কই ছিল। তিনি এমন গুজবে কান না দেওয়ার জন্য সবাই অনুরোধ করেন।

সোমবার সকালে গুলশানের একটি হোটেলে আমেরিকান সাহায্য সংস্থা ইউএসএইড’এর শুভেচ্ছাদূতের দায়িত্বভার গ্রহণকালে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,‘আমি পুরোপুরি দ্বিমত পোষণ করি এই বিষয়টার সাথে যে, সিনিয়র খেলোয়াড়দের সাথে ওনার সম্পর্কটা ভাল ছিল না। এটা আমার মনে হয় যে, বিষয়টা ঠিক না। ওনার সম্পর্ক সবার সাথেই সবসময় ভাল ছিল। আমরা ছিলাম পরিবারের মত। অনেক সময় অনেক কিছুই শোনা যায়। কিন্তু এগুলোতে কান না দিয়ে ক্রিকেটের উন্নতির জন্য যেটা ভাল সেটাই করা উচিৎ। তিনি সবসময়ই তিনি তরুণ বা সিনিয়র খেলোয়াড়দের বেশ সাপোর্ট দিয়েছেন।’

নিজের উন্নতির জন্য কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করতে ভুলেননি রিয়াদ। বললেন,‘আমার মনে হয়, আমার উন্নতির পেছনে ওনার বেশ বড় অবদান ছিল। অবশ্যই ওনাকে মিস করবো। এটা আসলে সময়ের ব্যাপার। উনি আমাদের জন্য যথেষ্ট ভালো কাজ করেছেন।’

(ঢাকাটাইমস/২০নভেম্বর/ডিএইচ)