রয়েল এনফিল্ডের নতুন দুই মাউন্টেনবাইক

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১৫:৩১

রয়েল এনফিল্ডকে বলা হয় রাজকীয় বাইক নির্মাতা। বাংলাদেশে এই বাইকের দেখা না মিললেও ভারতে এর কদর রয়েছে। সম্প্রতি ভারতের বাজারে নতুন দুটি মডেল অবমুক্ত করলো প্রতিষ্ঠানটি। এগুলো মাউন্টেন বাইক। এর মডেল ইন্টারসেপ্টর ৬৫০ ও কন্টিনেন্টাল জিটি ৬৫০।

দুটি বাইকেই রয়েছে ৬৫০সিসি ইঞ্জিন। কুলড প্যারালাল ট্যুইন ইঞ্জিনের সঙ্গে থাকবে অয়েল কুলার।

এতে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। এই গিয়ারবক্সে ‘স্লিপ/অ্যাসিস্ট’ ক্লাচ রয়েছে।

উচ্চমানের পিরেলি টায়ার রয়েছে দু’টি বাইকেই। রয়েছে গ্যাস চার্জড শক অ্যাবসর্ভার।

শক্তিশালী ফুয়েল ইঞ্জেকটর সাত হাজার একশো আরপিএম পর্যন্ত টর্ক উৎপাদন করতে পারে।

মার্চ মাস থেকে দেশের সমস্ত রয়্যাল এনফিল্ডের শো-রুমে পাওয়া যাবে এই মডেল দুটি।

দাম এখন চুড়ান্ত না হলেও সম্ভবত ইন্টারসেপ্টরের দাম হতে পারে ৩ লক্ষ রুপি এবং কন্টিনেন্টাল জিটি ৬৫০-এর দাম হতে পারে সাড়ে ৩ লক্ষ রুপি।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :