এনজিওগ্রাম করা হচ্ছে মহিউদ্দিন চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১৫:৩৫
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর এনজিওগ্রাম করা হবে।

সোমবার বাংলাদেশ সময় বেলা ১টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁকে এনজিওগ্রাম করতে নেয়া হয়।

মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকাটাইমসকে এ তথ্য জানান।

নওফেল বলেন, বাবাকে ডায়ালাইসিস সাপোর্ট দিয়ে একটি জটিল এনজিওগ্রাম করাতে মাত্র নেয়া হয়েছে। ভালোভাবে শেষ হলে আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এ সময় তিনি তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রবীণ এই আওয়ামী লীগ নেতাকে সিঙ্গাপুর নেয়া হয়।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন মহিউদ্দিন চৌধুরী। গত ১১ নভেম্বর রাতে নগরীর চশমা হিলের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত 'ম্যাক্স হাসপাতালে' ভর্তি করা হয়। পরদিন বিকালে হেলিকপ্টারে করে তাকে ঢাকার ‘স্কয়ার হাসপাতালে' আনা হয়। স্কয়ার হাসপাতালে মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :