রংপুরে হিন্দুপল্লীতে হামলায় গ্রেপ্তার ৭৬ জন কারাগারে

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১৭:৫১

রংপুর ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হিন্দু বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার ৭৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মো. আলী জানান, হিন্দুপল্লীতে হামলার ঘটনায় রংপুর কোতয়ালী থানায় গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা সিরাজুল ইসলামসহ ৭৬ জনকে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীপাংসু কুমার সরকারের আদালতে হাজির করা হয়। পরে পুলিশ তাদেরকে গংগাচড়া থানার মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর কোর্টহাজতে আনা হয়।

এ বিষয়ে কোর্ট পুলিশ পরির্দশক মনোজ কুমার সরকার সাংবাদিকদের কোনো কথা বলতে রাজি হননি।

গত ১০ নভেম্বর এক হিন্দু যুবকের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে তুলে বিক্ষোভ বের করে কয়েক হাজার লোক। এক পর্যায়ে হিন্দুপল্লীতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা দায়ের করে। ইতিমধ্যে দুই মামলায় দেড় শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/আরআই/জেবি)