হাথুরুর কাছ থেকে দুটি বিষয় জানতে চান পাপন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:২৩ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১৮:১০

বলা হয়েছিল ১৫ তারিখে আসবেন। বিসিবি তাঁর আশায় থাকলেও ওদিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি একরকম চূড়ান্তই করে ফেলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। পরিবর্তিত পরিস্থিতিকে শ্রীলঙ্কান এ কোচের জন্য আর অপেক্ষায় নেই বিসিবি। খোঁজা শুরু হয়েছে নতুন কোচ। তবে হাথুরুর কাছে দুটি বিষয় জানার জন্য অধীর হয়ে আছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এই দুইটি বিষয় হলো-দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার রিপোর্ট এবং হুট করে তার পদত্যাগের কারণ। সোমবার সাংবাদিকের এমনটাই জানালেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দল ঢাকায় ফিরলেও হাথুরু চলে যান অস্ট্রেলিয়াতে। প্রত্যেক সিরিজের পরই বিসিবির কাছে দলের পারফরম্যান্সের উপর রিপোর্ট পেশ করেন কোচ। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের রিপোর্ট এখনও বিসিবির হাতে পৌঁছায়নি। অন্যদিকে যুক্তিসঙ্গত কোনো কারণ উল্লেখ না করেই দ্বিতীয় টেস্টের পর পদত্যাগপত্র পাঠিয়ে দেন হাখুরু।

যেভাবে তিনি পদত্যাগ করেছেন তা তো পেশাদার কোনো কোচের কাজ নয়- এমন প্রশ্নের জবাবে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের পাপন বলেন, ‘আসেলে তিনি তো পেশাদারই ছিলেন। প্রথম টেস্টের পর তার সঙ্গে আমার কথা হয়। আগামী বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজ নিয়েও কথা হয়। তিনি আমাকে বলেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজ জিতব। দ্বিতীয় টেস্টের ওই সময়টাতে যা হবার হয়েছে। এখন আমি তার দুটি জিনিসের জন্য অপেক্ষা করছি। একটা হলো দক্ষিণ আফিকা সফরে দলের পাফরম্যান্সের উপর রিপোর্ট। অন্যটা হলো কী কারণে তিনি পদত্যাগ করলেন, সেটা।’

সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বিরোধের কারণে পদত্যাগ করেছেন- এমন খবরই সবচেয়ে জোরালো চারদিকে। তবে আসলেই কি এই কারণে তিনি পদত্যাগ করেছেন তা নিশ্চত নন বিসিবি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সিনিয়র খেলোয়াড় তো আমাদের মাত্র পাঁচজনই। তামিম, মাশরাফি, সাকিব, রিয়াদ, মুশফিকের সঙ্গে তার কানো সমস্যা আছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়া টেস্টের সময় থেকে দলের বিভিন্ন বিষয় নিয়ে মুশফিক মিডিয়াতে যেভাবে কেথা বলেছে তাতে খুশি ছিলেন না কোচ। কিন্তু সেটাও বড় ঘটনা নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের সময়টাতেই যা হবার হয়েছে। আমরা কোচের কাছ থেকে এসব বিষয় জানতে চাই।’

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে না খেলার ব্যাখ্যা দিলেন সাকিব

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :