কুর্দিস্তানের গণভোট অসাংবিধানিক: ইরাকের সুপ্রিম কোর্ট

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১৮:১৯ | আপডেট: ২০ নভেম্বর ২০১৭, ১৮:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে ইরাকের সুপ্রিম কোর্ট। আদালত সুস্পষ্ট করে বলেছে, ওই গণভোটের রায় বাতিল করতে হবে।

আজ সোমবার আদালতের এক মুখপাত্র জানান, ‘ফেডারেল আদালত কুর্দিস্তানের গণভোটের ফলাফলকে অসাংবিধানিক বলে বিবেচনা করার জন্য রায় দিয়েছে।’

তিনি জানান, ‘কুর্দিস্তানের আঞ্চলিক সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যকার বিবাদ আদালত মিমাংসা করবে। গণভোটের ফলাফল সম্পর্কে আদালতের দেয়া রায় চূড়ান্ত এবং তার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।’

ওই মুখপাত্র আরো বলেন, আদালতের এ রায়ের ক্ষমতাবলে এখন গণভোটের সমস্ত ফলাফল বাতিল হয়ে যাবে।

ইরাকের কেন্দ্রীয় সরকারের প্রচণ্ড আপত্তি সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানের আঞ্চলিক সরকার ওই এলাকাকে বিচ্ছিন্ন করার জন্য গণভোটের আয়োজন করে।

কুর্দি সরকার দাবি করেছে, বিচ্ছিন্নতার পক্ষে শতকরা ৯০ ভাগ ভোট পড়েছে। তবে প্রতিবেশী ইরান, তুরস্ক ও সিরিয়া এ গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়। এসব দেশ বলছে, আঞ্চলিক মুসলিম দেশগুলোকে বিভক্ত করার জন্য ইসরায়েল যে পরিকল্পনা নিয়েছে তারই আলোকে কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য এ গণভোট আয়োজন করা হয়।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এসআই)