কম্বলের ভেতর মিলল সাত কেজি স্বর্ণ

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১৮:৪২ | আপডেট: ২০ নভেম্বর ২০১৭, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাত কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

আটককৃত ওই যাত্রীর নাম মো. আলম (৪৫)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় বলে জানা গেছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে গলফ এয়ার লাইন্সের (জিএফ-২৪৮) একটি ফ্লাইট বাহরাইন থেকে শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। ওই বিমানের যাত্রী আলম বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা দিয়ে তড়িঘড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা সন্দেহজনকভাবে তাকে আটক করে।

পরে যাত্রী আলমের ব্যাগেজ কাস্টমস কর্মকর্তারা স্ক্যান করে কম্বলের ভেতর থেকে ৫৮ পিস স্বর্ণের বার জব্দ করে, যার বাজার মূল্য প্রায় তিন কোটি ৩৫ লাখ টাকা।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা যাত্রী আলমকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেবি)