বুলবুলসহ জামায়াতের সাত নেতাকর্মী রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১৮:৫০

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ সাতজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে তিন জামায়াত নেতার রিমান্ড আবেদন নাকচ করেছে আদালত।

রাজধানীর কদমতলী থানার একটি মামলায় সোমবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এই আদেশ দেন।

রিমান্ডকৃত অপর আসামিরা হলেন, জামায়াতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূইঞা, সদস্য শরিফ উদ্দিন আহমেদ, সমর্থক আব্দুস সবুর, কর্মপরিষদ সচিব মোকাররম হোসেন, সমর্থক আলাউদ্দিন ও সমর্থক মানিক মিয়া।

রিমান্ড নামঞ্জুরকৃত তিন আসামি হলেন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, খলিলুর রহমান ও ফরিদুল ইসলাম।

গত ৫ নভেম্বর রাজধানীর কদমতলী থানার এসআই আজহারুল ইসলাম আসামিদেন ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন।

আসামিদের বিরুদ্ধে গত ২৬ ফেব্রুয়ারি বিকাল ৫টায় রাজধানীর কদমতলী থানাধীন মাহমুদ ম্যানশনে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন ও দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপন বৈঠকের অভিযোগ আনা হয়। ওই অভিযোগে কদমতলী থানার এসআই জয় কৃষ্ণ বর্মণ এ মামলাটি দায়ের করেন।

এই আসামিদের গত ২৯ সেপ্টেম্বর কদমতলীর একটি বাসা থেকে গোপন বৈঠক করাকালে আটক করা হয়। পরে ৩০ সেপ্টেম্বর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং অস্ত্র আইনে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :