মাগুরায় জমি নিয়ে বিরোধ, মন্দিরে হামলা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ২০:০০

দেবত্তর সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সোমবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে দুটি মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ আহত হয়েছেন পাঁচজন। তাদের দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আহতরা জানান, একটি স্বার্থন্বেষী মহল দীর্ঘদিন ধরে কদিরপাড়া রাধাকান্ত লক্ষ্মী নারায়ণ জিও মন্দিরের প্রায় ১০ একর জমি জোরপূর্বক ভোগ দখল করে আসছে। যা নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে দখলদারদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে দখলদার বাহিনীর প্রধান ইসলাম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সোমবার বিকালে রাধাকান্ত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির ও শিতলা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা বাধা দিতে এলে তারা তাদের উপর হামলা চালায়। এ সময় তিন নারীসহ সাতজন আহত হন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :