না.গঞ্জে ডিপিডিসির অভিযানে ২০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ২০:০২

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে ৮টি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) শীতলক্ষ্যা জোন।

একই সঙ্গে অভিযানে অবৈধ সংযোগধারীদের কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ১৮ নভেম্বর থেকে আজ সোমবার ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ওই ৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এসব জরিমানা আদায় করা হয়।

ডিপিডিসির টাস্কফোর্সের নির্দেশে ও চিফ ইঞ্জিনিয়ারের তত্বাবধায়নে অভিযানে উপস্থিত ছিলেন ডিপিডিসি শীতলক্ষ্যা জোনের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন, সহকারী প্রকৌশলী শরীফ হোসেন ও লাইনম্যান দেলোয়ার হোসেন প্রমুখ।

ডিপিডিসি শীতলক্ষ্যা জোনের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন সাংবাদিকদের জানান, ২০ নভেম্বর কাশিপুর ইউনিয়নের অসিউদ্দিন মিয়া ও আজিজুল হকের মালিকানাধীন দুটি অটোরিকশা গ্যারেজের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে ১৮ নভেম্বর আরো ৬টি অটোরিকশা গ্যারেজের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও আরো বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গত তিনদিন ধরে চলা অভিযানে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এ অভিযান চলমান থাকবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :