এই শিশুটি কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২২:১৯ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ২২:১৬

মাত্র তিন বছরের শিশুটিকে পাওয়া গেল স্টেশন থেকে। নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না শিশুটি। সারাক্ষণ মায়ের কাছে যাবে বলেই কান্নাকাটি করছে শিশুটি। থানা পুলিশকে দেখে শিশুটি আরো ভীত হয়ে ওঠে। ধীরে ধীরে পুলিশের সঙ্গে শিশুটি মানিয়ে যায়। আদালতে নেয়ার পর শিশুটির মুখে হাসিও দেখা গেল বেশ কবার। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও পরিবারের লোকজনের হদিস পাওয়া যায়নি।

অবশেষে সেই কুড়িয়ে পাওয়া শিশুটির স্থান হয়েছে সেফহোম।

নারায়ণগঞ্জে ফতুল্লা থানার পাগলা রেলস্টেশন থেকে কুড়িয়ে পাওয়া শিশুটিকে অবশেষে সেফহোমে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে হাজির করা হলে আদালত শিশুটিকে সেফহোমে রাখার নির্দেশ দেয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, পাগলা রেলস্টেশন এলাকায় রবিবার বিকাল ৫টার দিকে শিশুটি একা ছিল। এসময় স্থানীয় লোকজন শিশুটির কোন অভিভাবক না পেয়ে থানায় নিয়ে আসেন। শিশুটির বয়স ৩ বছর। নাম ঠিকানা কিছুই বলতে পারে না।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :