ব্যাটিংয়ে সেরা পাঁচে বাংলাদেশ থেকে শুধু ইমরুল

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৭, ০৯:০১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। টুর্নামেন্টের প্রায় অর্ধেক শেষ। এবারের টুর্নামেন্ট ঘিরে যে বিতর্কটি ঘুরেফিরে বারবার সামনে আসছে সেটি হলো একাদশে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের অন্তর্ভুক্তি। দেখা যাচ্ছে ব্যাটিং-বোলিং সবখানেই এগিয়ে থাকছেন তারা। তুলনামূলকভাবে দেশি খেলোয়াড়রা কম সুযোগ পাচ্ছেন পারফরম্যান্স করার।

এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে তার হিসাবে সেরা ব্যাটসম্যানের তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে মাত্র একজন বাংলাদেশি। তিনি হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ইমরুল কায়েস। ছয় ম্যাচ খেলে ২০১ রান করে সেরা ব্যাটসম্যানের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি।

ব্যাটিংয়ে এগিয়ে থাকতে না পারলেও বোলিংয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা। সেরা পাঁচ বোলারের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুইজন বিদেশি। এখন পর্যন্ত ১১ উইকেট নিয়ে সেরা উইকেটশিকারি বোলার আবু হায়দার রনি। ১০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আবু জায়েদ রাহি।

সেরা পাঁচ ব্যাটসম্যান

১.এভিন লিউইস (ঢাকা ডায়নামাইটস)-২১১ রান

২.রবি বোপারা (রংপুর রাইডার্স)-২০৭ রান

৩.উপুল থারাঙ্গা (সিলেট সিক্সার্স)-২০৭ রান

৪.ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)-২০১ রান

৫.আন্দ্রে ফ্লেচার (সিলেট সিক্সার্স)-১৬৩ রান

সেরা পাঁচ বোলার

১.আবু হায়দার রনি (ঢাকা ডায়নামাইটস)-১১টি উইকেট

২.আবু জায়েদ রাহি (খুলনা টাইটান্স)-১০টি উইকেট

৩.শহীদ আফ্রিদি (ঢাকা ডায়নামাইটস)-৯টি উইকেট

৪.সুনিল নারিন (ঢাকা ডায়নামাইটস)-৮টি উইকেট

৫.আবুল হাসান রাজু (সিলেট সিক্সার্স)-৮টি উইকেট

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)