পর্দায় আজ মানিক বন্দোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১০:২০ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১০:১৪

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে আজ প্রচারিত হবে প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের ছোটগল্প ‘প্রাগৈতিহাসিক’ থেকে নির্মিত নাটক ‘প্রাগৈতিহাসিক’। বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক মাসউদুল হক এ কথা জানান। তিনি বলেন, ‘টেলিভিশন দিবস উপলক্ষে মোট পাঁচটি বিশেষ নাটক প্রচারিত হবে।’

গত সপ্তাহে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘প্রাগৈতিহাসিক’ থেকে একই নামে এ নাটকটি নির্মাণ করা হয়। এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। ঢাকার পার্শ্ববর্তী বালু নদের পাড়ের একটি গ্রাম্য বাজার ও আশপাশের এলাকায় নাটকটির শুটিং হয়।

‘গ্রাগৈতিহাসিক’ নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম ‘পাঁচী’। এ চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। গল্পে দেখা যায়, পাঁচীর পায়ে খুব বড় ধরণের একটা ঘা থাকে। সেই ঘাঁ সে কখনোই সারানোর চেষ্টা করে না। ওই ঘাঁ দেখিয়েই সে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে।

এমন চরিত্র সম্পর্কে ফারজানা ছবি বললেন, ‘অভিনয়শিল্পী হিসেবে অনেক সময় আমাদের আশপাশে দেখা কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভয় পাই। শরীরে কোনো খুঁত-এর মেকআপ নিয়ে অভিনয় করতে গেলে অনেকেই ভাবেন, দর্শক কীভাবে নেবেন। কিন্তু এই ভয়কে জয় করে উঠে আসার চেষ্টা আমি সব সময়ই করি। তারই একটি চেষ্টা প্রাগৈতিহাসিক–এর পাঁচী চরিত্রটি।’

তিনি আরো বলেন, ‘পাঁচীর পায়ে একটা বড় ধরনের ঘা থাকে। এই ঘাওয়ালা পা নিয়ে যখন বাজারে হাঁটছিলাম, অনেকেই বলছিল, ‘এই ঘা কেমনে হইল? এইটা কি সারব না’। এ রকম নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। এই ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে।’

নাটকটির নির্মাতা মাতিয়া বানু শুকু বললেন, ‘চেষ্টা করেছি যত্ন নিয়ে কাজটি করার। তবে বিটিভির পূর্ণ সহযোগিতা ছিল। এ কারণেই সম্ভব হয়েছে।’ প্রাগৈতিহাসিক নাটকে ছবি ছাড়াও অভিনয় করেছেন আহমেদ রুবেল, জয়রাজ, দীপান্বিতা হালদার প্রমুখ।

টেলিভিশন দিবস উপলক্ষে প্রচারিত অন্য চারটি নাটক হলো জহির রায়হানের ‘হারানো বলয়’অবলম্বনে রাব্বি আহমেদের চিত্রনাট্যে হারানো অধ্যায়; রশীদ করিমের ‍উপন্যাস পদতলে রক্ত অবলম্বনে মারুফ রায়হানের চিত্রনাট্যে নর্তকী; মাহমুদুল হকের গল্প ‘প্রতিদিন একটি রুমাল’অবলম্বনে আলতাফ শাহনেওয়াজের চিত্রনাট্যে একটি রুমাল, শওকত ওসমানের ক্রীতদাসের হাসি উপন্যাস অবলম্বনে পলাশ দত্তের চিত্রনাট্যে গোলামের হাসি। সব কটি নাটকই প্রচারিত হবে রাত আটটার বাংলা সংবাদের পর।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :