এলো গোলাপি শাওমি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১১:১১

গোলাপি রঙে এলো শাওমির মি এ ওয়ান। ফোনটি এখন রোজ গোল্ড ভার্সনে পাওয়া যাচ্ছে। এই ফোরজি ফোনটিতে ওয়াইফাই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও আছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। অথার্ৎ একসঙ্গে দুইটি ওয়াইফাই নেটওয়ার্কে একই সঙ্গে সংযু্ক্ত হওয়া যাবে। এছাড়াও ওয়াইফাই শেয়ারিংয়ের সুযোগও থাকছে।

মি ওয়ান রোজ গোল্ড ভার্সনে কানেকটিভিটির জন্য আছে হাইব্রিড সিম কার্ড, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, রেডিও, ব্লুটুথ এবং জিপিএস।

ফোনটি দীর্ঘক্ষণ পরিচালনার জন্য আছে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ১৪ হাজার ৯৯৯ রুপিতে।

গোলাপি ভার্সন বাজারে আসার আগে এই মডেলটি কালো ও সোনালি রঙে পাওয়া যেত।

অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস রয়েছে।

ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। এতে ২.৫ ডি কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।

সম্পূর্ণ মেটাল বডির এই ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর আছে। সঙ্গে রয়েছে অ্যাড্রিনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।

ছবির জন্য ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল। অন্যটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো। সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাকআপের জন্য শাওমির এই ফোনটিতে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা