এক চার্জে তিনদিন

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৭, ১১:৩০ | আপডেট: ২১ নভেম্বর ২০১৭, ১২:০৪

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

হংকং ভিত্তিক হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কমিক নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়লো। এটি কমিক সি ২। প্রতিষ্ঠানটি এই ফোনটির ব্যাটারির উপর গুরুত্ব দিয়েছে। এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। 

হংকং, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে কমিক ফোন পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে কমিক ২ এর মূল্য ৭ হাজার ১৯৯ রুপি। 

কমিক সি ২ ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেয়া যাবে। 

ছবির জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ ব্যবহার করা হয়েছে। 

ব্যাকআপের জন্য আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের এই ফোনটি এক চার্জে একটানা তিনদিন চলবে। 

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজেড)