সামনে হারলেই বিপদ সিলেটের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১২:০৫ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১২:০৪

বিপিএলে এবার শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি সিলেট সিক্সার্স। টানা তিন ম্যাচ জয়ের পর তারা টানা চার ম্যাচ হেরেছে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আট ম্যাচে মোট সাত পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে সিলেট সিক্সার্স।

লিগ পর্বে প্রত্যেকটি দল ১২টি করে ম্যাচ খেলবে। সেই হিসাবে সিলেটের আর ম্যাচ বাকি রয়েছে চারটি। প্লে-অফ পর্বে খেলতে হলে চারটি ম্যাচ গুরুত্বপূর্ণ সিলেটের জন্য। এখানে যেকোনও একটি ম্যাচে হারলে তাদের বাদ পড়ার সম্ভাবনা থাকবে।

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ওইদিন সন্ধ্যা সাতটায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। চট্টগ্রামে আগামী ২৮ নভেম্বর রংপুর রাইডার্সের মুখোমুখি হবে নাসিরের দল।

এরপর আগামী ৩ ডিসেম্বর মিরপুরে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে সিলেট। আগামী ৬ ডিসেম্বর লিগ পর্বের একেবারে শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :