ভর্তিতে জালিয়াতি: ঢাবির ছয় শিক্ষার্থীসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:১৩ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১২:৫৪

পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় ছাত্রসহ আটজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, তানভীর আহমেদ মল্লিক, মো. বায়জিদ, নাহিদ ইফতেখার, ফারদিন আহমেদ সাব্বির. প্রসেনজিৎ দাস, রিফাত হোসাইন এবং আজিজুল হাকিম।

তবে তাদের মধ্যে দুজন প্রশ্নপত্র জালিয়াতি চক্রের হোতা। অন্য ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারাও প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত।

সিআইডির সহকারী পুলিশ সুপার শারমীন জাহান আটজনকে আটকের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন। পরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :