শিগগিরই আসছে স্যামসাংয়ের বাঁকানো ডিসপ্লের ফোন

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৭, ১৩:২৬

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস

বাঁকানো ডিসপ্লের ফোন আনছে স্যামসাং। প্রযুক্তির বাজারে এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে এই গুঞ্জনটি সত্যি হলো। অফিসিয়ালি স্যামসাং জানিয়েছে তারা বাঁকানো ডিসপ্লে ফোন তৈরির কাজ করছে এটি শিগগিরই বাজারে আসবে। 

এই ফোনটির নাম গ্যালাক্সি এক্স। এটি এম-জি৮৮৮এন০ মডেল এটি তৈরি হচ্ছে। ফোনটির বিশেষত্ব হচ্ছে এর ডিসপ্লে ভাঁজ করা যাবে। 

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ওয়েবসাইট জানিয়েছে, ভাঁজকরা ডিসপ্লের ফোন গ্যালাক্সি এজ তৈরির পথ অনেকটাই সুগম হয়েছে। ফোনটি নাকি বিভিন্ন সংস্থার পরীক্ষায় উতরে গেছে। সনদও পেয়েছে। ফোনটি দক্ষিণ কোরিয়ার রেডিও রিসার্চ এজেন্সি এবং ওয়াইফাই অ্যালায়েন্সের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে। তার মানে ফোনটি বাণিজ্যিকভাবে তৈরিতে আর কোনো বাঁধা থাকলো না।

যদিও শোনা যাচ্ছে গ্যালাক্সি এক্স নাকি অল্প সংখ্যক তৈরি হবে। এটি ২০০০ থেকে ৩০০০ ইউনিট তৈরি হতে পারে। যদি এসব ফোন বিক্রিতে সফলতা আসে তবে ফোনটি বিপুল সংখ্যক তৈরি করা হবে। 

এর আগে শোনা গিয়েছিল ‘প্রজেক্ট ভ্যালি’ কোড নেমে তৈরি হচ্ছে গ্যালাক্সি এক্স।  

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজেড)