লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৪:১১

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নুরনবী, বশির ও মিজানকে নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জেলেরা জানান, রাতে মেঘনা নদীর রামগতির চর আবদুল্লাহ এলাকায় মাছ ধরতে নদীতে যান এখানকার জেলেরা। এসময় ভোররাতে জাল ফেলা ও মাছ ধরাকে কেন্দ্র করে ভোলার জেলেদের লক্ষ্মীপুরের জেলেদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আবদুস সাত্তার, আব্বাছ উদ্দিন, নুরনবী, বিশর আহমদ ও মিজানুর রহমানসহ ১০ জন আহত হন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নদীতে জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :