স্মিথ-মুশফিকে রাজশাহী ১৬৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৬:৩৭ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৫:৩০

বড়ই বাজে অবস্থা রাজশাহী কিংসের। আজকের আগে ৬ ম্যাচে ২ জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে পড়ে আছে দলটি। পরের রাউন্ডে যেতে হলে টানা জয়ের বিকল্প নেই তাদের। মানে প্রতিটা ম্যাচই তাদের জন্য একরকম বাঁচা মরার।এই অবস্থায় মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে ব্যাটিং মোটামুটি ভালোই করলো রাজশাহী কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ডোয়াইন স্মিথ ও মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৬ রানের ভালো স্কোর গড়ে তুলে তারা। খুলনার যা ব্যাটিং লাইন, তাতে এই রান করা মোটেও সহজ হবে না।

রাজশাহীর শুরুটা ছিল বড়ই হতাশার। দ্রুত ফিরে যান বেল ড্রুম্মোন্ড (০), মুমিনুল (৫) ও জাকির (০)। তবে কঠিন পরিস্থিতিতে অসাধারণ ব্যাট করে যান ওপেনার ডোয়াইন স্মিথ। সঙ্গী পান মুশফিককে। ধ্বংস্তুপ থেকে এ দুজনই টেনে তুলে দলকে।

৩৬ বলে ৭ চার ও চার ছক্কায় ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন স্মিথ। অন্য দিকে ৩৩ বলে ৪ চার ও তিন ছক্কায় ৫৫ রান করেন মুশফিকুর রহিম। খুলনার পক্ষে জুনায়েদ খান ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী কিংস: ২০ ওভারে ১৬৬/৮ (ডোয়াইন স্মিথ ৬২, মুমিনুল ৫, মুশফিক ৫৫, ফ্রাঙ্কলিন ২৯* ; জায়েদ ২৯/২, জুনায়েদ ২৭/৪)

(ঢাকাটাইমস/২১নভেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :