জুলহাস-তনয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিল পেছাল

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৭, ১৫:৪১

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

সমকামীদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’-এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৯ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ^াস নতুন এ তারিখ ধার্য করেন। আজ এই মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগান লেক সার্কাসের লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে।

খুনের শিকার জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। আর নিহত তনয় ছিলেন একজন নাট্যকর্মী।

এ মামলায় গ্রেপ্তার রাশিদুল নবী ও শরিফুল ইসলাম ওরফে শিহাব নামের দুজন আসামি বর্তমানে কারাগারে আছেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/মোআ)