মানুষকে জাগিয়ে ক্যারিশমা দেখাচ্ছেন দেশনেত্রী: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৭:১২

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনসায়াহ্নে এসেও দেশের মানুষকে জাগিয়ে তুলে ক্যারিশমা দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ বিডি হলে জেলা মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। হাজার হাজার মানুষকে খুন-গুম করেছে। তাদের সন্তানেরা এখনো তাদের বাবার ফিরে আসার আশায় পথ চেয়ে থাকে। আমাদের মা-বোনদের তথা মানুষের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায় নারী লাঞ্ছনা ও নির্যাতনের খবর।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মানুষের অধিকার ও নিরাপত্তার জন্য সংগ্রাম করে যাচ্ছেন বলে জানান মির্জা ফকরুল।

বিএনপির মহাসচিব বলেন বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবনসায়াহ্নে এসেও তার নিজের কথা ও সন্তানের কথা ভাবছেন না। তিনি পরিবারের কথা ভাবছেন না। এই দেশকে মুক্ত করার জন্য এবং মানুষের অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য তিনি সংগ্রাম করে চলেছেন। এখানেই আমাদের দেশনেত্রীর কারিশমা।’

খালেদা জিয়া মানুষকে জাগিয়ে তুলতে পারেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর সংগ্রাম করে তিনি (খালেদা) নব্বইয়ের গণ-আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আবার তিনি এক-এগারোর ফখরুদ্দিন-মইনুদ্দিনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন কারাগারে বসে। এখন আবার নয় বছর ধরে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন।’

ফোরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা হেলেন জেরিন খান প্রমুখ।

পরে ফোরাতুন নাহার প্যারিসকে সভাপতি ও শিরিন আকতারকে সাধারণ সম্পাদক করে জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :