দুদকের মামলায় অব্যাহতি পেলেন মেয়র সাক্কু

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২০:০০ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৯:১৭

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ সেলিনা বেগম শুনানি শেষে এই অব্যাহতির আদেশ দেন।

মামলাটিতে এদিন চার্জগঠন এবং অব্যাহতির আবেদনের শুনানির জন্য ধার্য ছিল। আসামি সাক্কুর পক্ষে আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদার অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদকের আইনজীবী সাক্কুর বিরুদ্ধে চার্জগঠনের আবেদন করে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুদকের চার্জগঠনের আবেদন নামঞ্জুর করে অব্যাহতির আবেদন মঞ্জুর করেন।

এ ব্যাপারে সাক্কুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, দুদক এ আসামির বিরুদ্ধে অভিযোগের সমর্থনে আদালতে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছে তা যথাযথ মনে না হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

এর আগে গত ১৮ এপ্রিল এ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মহানগর দায়রা জজ আদালত। এরপর গত ৯ মে একই আদালতে তিনি আত্মসমর্পণ করে ২৪ মে পর্যন্ত জামিন পান। এরপর গত ২৪ মে একই আদালত তার জামিন মঞ্জুর করে মামলাটি ৮ নম্বর বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি করেন।

২০০৮ সালের ৭ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে ঢাকার রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি একই কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে এ আসামির বিরুদ্ধে চার কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞান আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

মামলায় সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন আসামি থাকলেও তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :