সাইকেল আরোহীর পা ভাঙায় বাসে আগুন

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৯:২২

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় বাসচাপায় সেলিম নামে এক সাইকেল আরোহীর পা ভেঙেছে। এতে উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বহদ্দারহাটগামী ১০নং রোডের এই বাসটি ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় পৌঁছার পর বিপরীতমুখী সাইকেল আরোহী যুবক মো. সেলিমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সেলিম। এতে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন সেলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক আহতের ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ছুটে যায়। প্রায় সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরমধ্যে বাসটির বসার সীটসহ যাবতীয় সজ্জাসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে বাসটির ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হামিদ জানান, বাস চাপায় যুবক সেলিমের ডান পা ভেঙে গেছে। হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/আরআর/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :