কিশোরগঞ্জে আধুনিক যন্ত্রে শষ্য কর্তন উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৯:৪২

কিশোরগঞ্জে খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অধীন কম্পাইন হারভেস্টারের মাধ্যমে শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান করেছে সদর উপজেলা কৃষি বিভাগ।

মঙ্গলবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া এলাকার কৃষক আলম হোসেনের আমন জমিতে ধান কর্তন করে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন।

বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন, উম্মে কুলসুম জেবুন্নেসা, তৈয়ব মিয়া, ভদ্রপাড়া সিআইজি কৃষকদলের সভাপতি মোহাম্মদ আলী, কৃষক জাহাঙ্গীর আলম, কৃষক আলম হোসেন, ইউপি সদস্য হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে উন্মুক্তভাবে সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ কৃষকদের নানা সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে করে কৃষকরা উৎসাহিত হয়েছেন, কৃষকরাও তাদের কথা বলতে পেরে স্বস্তি লাভ করেছেন।

পরে মহিনন্দ ইউনিয়নের পুরাতন ভবনে কৃষকদের সেবা কেন্দ্রের উদ্বোধন করেন অতিথিরা। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, গণ্যমান্য লোকজন, কৃষকবৃন্দ, সাংবাদিকরা উপিস্থত ছিলেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :