রিমান্ড শেষে কারাগারে টিটু

রংপুর ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৯:৫৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক টিটু রায়কে দুই দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে টিটু রায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এমন গুজব ছড়ালেও এর কোনো সত্যতা জানা যায়নি।

মঙ্গলবার সকালে কড়া পুলিশ পাহারায় সাদা রংয়ের মাইক্রোবাসে করে ডিবি পুলিশ নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের চার তলায় নিয়ে যায় টিটুকে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আবারো ডিবি পুলিশের কঠোর পাহারায় টিটু রায়কে আদালত থেকে বের করে একটি প্রিজন ভান ও একটি মাইক্রেবাসের পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। এ নিয়ে পুলিশ কোনো কথা বলেননি।

এদিকে, টিটু রায়ের পক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষে সাত সদস্যের আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।

কমিটির সদস্য ইন্দ্রজিত কুমার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তারা সকাল থেকে টিটু রায়ের পক্ষে জামিনের আবেদনসহ তার পক্ষে মামলা পরিচালনার জন্য ওকালত নামায় স্বাক্ষর নিতে অপেক্ষা করছিলেন। কিন্তু টিটু রায়ের সাক্ষাৎ পাননি। তাকে কখন আদালতে নিয়ে আসা হয়েছে তাও তারা জানেন না। টিটু রায়কে পুলিশ আদালত চত্বর থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় তারা দেখেছেন।

এই আইনজীবী বলেন, আমরা টিটু রায়ের পক্ষে আদালতে কথা বলারও সুযোগ পেলাম না। এত গোপনীয়তা কেন আমরা বুঝতে পারলাম না।

এনিয়ে পুলিশের একাধিক কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করা হলেও এ ব্যাপারে কেউ মুখ খুলেননি।

রংপুরের এই যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী সা. সম্পর্কে কটূক্তির অভিযোগ এনে গত ১০ নভেম্বর জুমার নামাজের পর কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ বের করে। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে এক যুবক মারা যান। সংঘর্ষ চলাকালে হিন্দুপল্লীতে আগুন ও ব্যাপক তাণ্ডব চালায় একটি চক্র। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/আরআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :