মৌলভীবাজারে পিইসির কেন্দ্রে প্রবেশে তিনজনের জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ২০:২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে জরিমানা করেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক এ রায় দেন।

জরিমানাকৃতরা হলেন ব্যবসায়ী জুয়েল আহমেদ (৩০), বেসরকারি স্কুলের শিক্ষক শেখ লতিফুর রহমান (২৮) ও শারমিন আক্তার (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাপনী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মধ্যে একজন ব্যবসায়ী ও দুজন শিক্ষকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।

তিনি আরও বলেন, ওনার সবাই নগদ টাকা পরিশোধ করে দেয়ায় তাদের কোনো জেল হয়নি।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :