পিরোজপুরে ইত্তেফাক পত্রিকায় আগুন দিলেন ফারিয়া সদস্যরা

সৈয়দ মাহফুজ রহমান, পিরোজপুর থেকে
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ২২:০৭

দেশের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের 'দালাল' আখ্যা দেয়ায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দৈনিক ইত্তেফাক পত্রিকা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর সদস্যরা।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিক ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

ভাণ্ডারিয়া উপজেলা ফারিয়ার সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী টিটুর নেতৃত্বে ইত্তেফাকে অগ্নি সংযোগ করা হয়।

গত ১৯ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় দেশের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রতিবাদে সারাদেশে কর্মসূচি ঘোষণা করে ফারিয়া।

ফারিয়ার সাবেক সভাপতি ও এসিআই প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী টিটু মঙ্গলবার রাতে ঢাকাটাইমসকে বলেন, আমাদের কোম্পানি প্রতিনিধিদের অসম্মান করে হীনভাবে উপস্থাপন করে আমাদের পেশাকে অসম্মান করে সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি। এখানে শিক্ষিত প্রতিনিধিদের দালাল আখ্যা দিয়েছে। যা দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই।

অগ্নীসংযোগকালে ফারিয়া উপজেলা কমিটির সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কমিটির অন্তত ৩৫জন সদস্যা উপস্থিত ছিলেন বলে সংগঠনের সভাপতি জানান।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :