বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদণ্ড

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ২৩:৫৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. হামিম মোল্যাকে (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আনিসুজ্জামান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত হামিম এক বালু ব্যবসায়ীর কর্মচারী এবং হামিম ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের মকসেদ মোল্যার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আনিসুজ্জামান জানান, উপজেলার হাসামদিয়া কুমার নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে চিতার বাজারের ড্রেজার মেশিন মালিক মো. রুহুল আমিনের কর্মচারী মো. হামিম মোল্যাকে আটক করা হয়। পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :